সত্যিকারের ভালোবাসা চিনুন সহজেই

সত্যিকারের ভালোবাসা চেনার কিছু উপায়!!
১. সে সর্বদা আপনার ভালো চাইবে
২. সে আপনার সুখের জন্য সব করতে পারবে
৩. সে আপনার মতো চলতে চাইবে
৪. সে সর্বদা আপনার কথা রাখবে
৫. আপনি তার ভালোবাসায় সাড়া না দিলে সে আপনাকে একচেটিয়া ভালোবাসবে
৬. আপনি তাকে যত ঘৃনা করবেন সে আপনাকে তত
ভালোবাসবে
৭. সে সব সময় আপনার খবর শোনার জন্য ব্যাকুল হয়ে থাকবে
৮. সে যদি মনে করে যে তাকে আপনার প্রয়োজন তবে ডাকার আগেই ছুটে আসবে
৯. সে আপনার টানে আপনার বন্ধু/বান্ধবী দের উপকার করার চেষ্টা করবে
১০. সে আপনাকে বাঁচানোর জন্য আপনার দোষ নিজের মাথায় নেবে
১১. আপনি তাকে যত বাজে কথা বলবেন সে মুখ বুজে সহ্য করবে
১২. সে র্সবদা আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে
১৩. আপনার কোনো ক্ষতি হলে সে হয়রান হয়ে পরবে
১৪. আপনি তার দিকে তাকালে সে আপনার চোখে চোখ রাখবে। আর না তাকালে ১-২ বার তাকিয়ে দৃষ্টি সড়িয়ে নেবে
১৫. সে আপনার মনের আড়ালে একাএকা নির্জনে বসে তার দুঃখ প্রকাশ করবে
১৬. কখনো তাকে ডাকলে ভালোবাসার টানে সবকিছু ছেড়ে চলে আসবে
১৭. আপনি তার চোখের দিকে তাকালেই বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে

1 টি মন্তব্য:

Blogger Gadgets