হাতের লেখায় মানুষ চেনা

আপনি কি জানেন আপনার হাতের লেখা কতোটা গুরুত্বপূর্ণ? আপনি মানুষটা কেমন সেটা জানা সম্ভব আপনার হাতের লেখা থেকে। অর্থাৎ আপনার ব্যাক্তিত্বের প্রতিফলন ঘটাবে আপনার হাতের লেখা। সাধারণত লেখার আকার, দুই অক্ষরের মাঝখানের দূরত্ব, বাঁকানো অথবা সোজা অক্ষর, ভাঙ্গা ভাঙ্গা অথবা টানা লেখা, ইত্যাদি বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষন করে মতামত দেওয়া হয়। যেহেতু মানুষের মস্তিষ্ক হাতকে নিয়ন্ত্রণ করে সেহেতু হাতের লেখায় একজন মানুষের স্বভাব-চরিত্র
বেশ ভালভাবেই ফুটে উঠে।

হাতের লেখার যে বিষয়গুলোর উপর ব্যাক্তিত্ব নির্ভর করেঃ
আকার- যাদের লেখার আকার ছোট তারা মনোযোগী কিন্তু নিয়মতান্ত্রিক। তারা সামাজিক মেলামেশা, ও কাজকর্মে কম অংশগ্রহণ করে। যারা বড় বড় অক্ষরে লেখে তারা বহির্মুখী ও লোকজনের সাথে মেলামেশা করতে পছন্দ করে। আর যারা ছোট বড় মিলিয়ে লেখে তারা দুই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যই ধারণ করে।
অক্ষর- যাদের লেখা ডানদিকে বেঁকে যায় তারা খোলা মনের অধিকারী। এদের সামাজিক মেলামেশা প্রচুর এবং এরা বন্ধুবৎসল ও আবেগপ্রবণ হয়। যারা বামদিকে বাঁকিয়ে লেখে তারা সাধারণত লোকের মনোযোগ বাঁচিয়ে চুপচাপ থাকতে ও একা কাজ করতে পছন্দ করে। আর আপনি যদি সোজা ও খাড়া অক্ষরে লেখেন তবে আপনি বাস্তববাদী এবং যুক্তিকে প্রাধান্য দিয়ে কাজ করতে পছন্দ করেন। লেখার অক্ষর যদি বড় হয় তবে আপনি প্রবল ব্যাক্তিত্বের অধিকারী। সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে চান। আর অক্ষর ছোট হলে আপনি লাজুক, অন্তর্মুখী ও লক্ষ্যর প্রতি অবিচল একজন মানুষ। আর যারা এই দুইয়ের মিশ্রণে লেখেন তাদের যেকোনো পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা রয়েছে।
ফাঁক- ফাঁক ফাঁক করে লেখা স্বাধীনচেতা মনোভাবের পরিচয় দেয়। এরা হই-হুল্লোড় তেমন একটা পছন্দ করেনা। আর যারা ঠাসা-ঠাসি করে লেখে তারা খুব সহজেই বিরক্ত হয় এবং অযথাই দুশ্চিন্তা করে।

পাঠক, মিলিয়ে দেখুন তো আপনি কোন বৈশিষ্টের অধিকারী?

0 comments:

Blogger Gadgets