সৌন্দর্য্য যখন ভয়ঙ্কর!!

আশ্চর্য হলেও সত্যি যে পৃথিবীর বেশীরভাগ সুন্দরতম জিনিষগুলো খুবই ভয়ঙ্কর।

এই যেমন ধরা যাক, সবচেয়ে সুন্দর কিন্তূ ভয়ঙ্কর পাখি হচ্ছে “কাসওয়ারি” যা গিনেস বুক এ স্থান করে নিয়েছে। এটি খাবার হিসেবে ফল, ঘাস প্রভৃতি খেয়ে থাকে।

এ দিকে হেমন্তে ফোটা “অটামক্রোকাস” নামে পরিচিত এক প্রকার ফুল এতই বিষাক্ত যে
এর সংস্পর্শে কেউ আসলে সে শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের কারনে হার্ট এট্যার্ক এর শিকার হয়ে মৃত্যুবরণ করতে পারেন।

অন্যদিকে সবচেয়ে উচু এবং পর্যটকদের প্রধান আকর্ষণ “মাউন্ট এভারেষ্ট” পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পর্বতগুলোর অন্যতম। এ পর্যন্ত ২২৮ জন পর্বতারোহী তাদের প্রাণ হারিয়েছেন এ পর্বত আরোহণ এর সময়।

হাওয়াই দ্বীপ এর “হানাকাপিয়াই” সমূদ্র সৈকত এর দৈর্ঘ্য মাত্র ২ মাইল (৩.২ কি.মি), অথচ এর স্রোতের তীব্রতা এতই বেশী যে, তা কাউকে ভাসিয়ে নিয়ে গেলে নিকটতম তীর পেতে তাকে অন্তত ১০ কিমি ভেসে যেতে হবে! এ পর্যন্ত এ সৈকতে প্রায় ১০০ গনের মৃত্যু হয়েছে।

(বন্ধু তুই খুব সুন্দর তাই হয়তো তোকে ভালবাসা এত ভয়ঙ্কর!! কারন তোর ভালবাসা কখনই পাব না)

0 comments:

Blogger Gadgets