সৌন্দর্য্য যখন ভয়ঙ্কর!!
আশ্চর্য হলেও সত্যি যে পৃথিবীর বেশীরভাগ সুন্দরতম জিনিষগুলো খুবই ভয়ঙ্কর।
এই যেমন ধরা যাক, সবচেয়ে সুন্দর কিন্তূ ভয়ঙ্কর পাখি হচ্ছে “কাসওয়ারি” যা গিনেস বুক এ স্থান করে নিয়েছে। এটি খাবার হিসেবে ফল, ঘাস প্রভৃতি খেয়ে থাকে।
এ দিকে হেমন্তে ফোটা “অটামক্রোকাস” নামে পরিচিত এক প্রকার ফুল এতই বিষাক্ত যে
এর সংস্পর্শে কেউ আসলে সে শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের কারনে হার্ট এট্যার্ক এর শিকার হয়ে মৃত্যুবরণ করতে পারেন।
অন্যদিকে সবচেয়ে উচু এবং পর্যটকদের প্রধান আকর্ষণ “মাউন্ট এভারেষ্ট” পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পর্বতগুলোর অন্যতম। এ পর্যন্ত ২২৮ জন পর্বতারোহী তাদের প্রাণ হারিয়েছেন এ পর্বত আরোহণ এর সময়।
হাওয়াই দ্বীপ এর “হানাকাপিয়াই” সমূদ্র সৈকত এর দৈর্ঘ্য মাত্র ২ মাইল (৩.২ কি.মি), অথচ এর স্রোতের তীব্রতা এতই বেশী যে, তা কাউকে ভাসিয়ে নিয়ে গেলে নিকটতম তীর পেতে তাকে অন্তত ১০ কিমি ভেসে যেতে হবে! এ পর্যন্ত এ সৈকতে প্রায় ১০০ গনের মৃত্যু হয়েছে।
(বন্ধু তুই খুব সুন্দর তাই হয়তো তোকে ভালবাসা এত ভয়ঙ্কর!! কারন তোর ভালবাসা কখনই পাব না)
এই যেমন ধরা যাক, সবচেয়ে সুন্দর কিন্তূ ভয়ঙ্কর পাখি হচ্ছে “কাসওয়ারি” যা গিনেস বুক এ স্থান করে নিয়েছে। এটি খাবার হিসেবে ফল, ঘাস প্রভৃতি খেয়ে থাকে।
এ দিকে হেমন্তে ফোটা “অটামক্রোকাস” নামে পরিচিত এক প্রকার ফুল এতই বিষাক্ত যে
এর সংস্পর্শে কেউ আসলে সে শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের কারনে হার্ট এট্যার্ক এর শিকার হয়ে মৃত্যুবরণ করতে পারেন।
অন্যদিকে সবচেয়ে উচু এবং পর্যটকদের প্রধান আকর্ষণ “মাউন্ট এভারেষ্ট” পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পর্বতগুলোর অন্যতম। এ পর্যন্ত ২২৮ জন পর্বতারোহী তাদের প্রাণ হারিয়েছেন এ পর্বত আরোহণ এর সময়।
হাওয়াই দ্বীপ এর “হানাকাপিয়াই” সমূদ্র সৈকত এর দৈর্ঘ্য মাত্র ২ মাইল (৩.২ কি.মি), অথচ এর স্রোতের তীব্রতা এতই বেশী যে, তা কাউকে ভাসিয়ে নিয়ে গেলে নিকটতম তীর পেতে তাকে অন্তত ১০ কিমি ভেসে যেতে হবে! এ পর্যন্ত এ সৈকতে প্রায় ১০০ গনের মৃত্যু হয়েছে।
(বন্ধু তুই খুব সুন্দর তাই হয়তো তোকে ভালবাসা এত ভয়ঙ্কর!! কারন তোর ভালবাসা কখনই পাব না)
0 comments: