হ্যাপি থ্যান্কস গিভিং ডে
বছরের একটি দিন শুধুই ধন্যবাদ জানানোর। আমেরিকায় প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার ‘থ্যাঙ্কস গিভিং ডে’ (ধন্যবাদ দেওয়ার দিন) হিসেবে উদযাপিত হয়।কানাডিয়ান অভিযানকারী মার্টিন ফ্রোবিশার ১৫৭৮ সালে এক দুঃসাহসিক সমুদ্র অভিযানের শেষে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়ার জন্য এক অনুষ্ঠান আয়োজন করেন। সেই থেকে কানাডায় ‘থ্যাঙ্কস গিভিং ডে’ পালিত হয়ে আসছে।
এছাড়াও কানাডায় অক্টোবরের দ্বিতীয় সোমবার, গ্রানাডায় ২৫ অক্টোবর, লাইবেরিয়ায় নভেম্বরের প্রথম বৃহস্পতিবার, নেদারল্যান্ডসে চতুর্থ বৃহস্পতিবার, নরফোকল্যান্ডে আমেরিকান থ্যাঙ্কস গিভিং ডে’র আগের দিন অথবা ৬ দিন পর এ দিবসটি পালিত হয়।
১৯৩৯ সালে প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট তখনকার অর্থনৈতিক মন্দা (গ্রেট ডিপরেশন) কাটিয়ে ওঠার লক্ষ্যে রিটেল সেল বাড়ানোর জন্য এ ছুটি এক সপ্তাহ এগিয়ে আনার ঘোষণা দেন। এরপর থেকে নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার ‘থ্যাঙ্কস গিভিং ডে’ পালিত হয়ে আসছে।
থ্যান্কস গিভিং ডে কে অন্যদিনে “টার্কি ডে” বলা যায়! কারণ থ্যান্কস গিভিং মানেই টার্কি।টার্কির সাজে সবদিক মুখরিত এ বিশাল বনমুরগীর সাজে সজ্জিত হয় পার্টিটেবিল ক্লথ,গ্লাস থেকে শুরু করে সব থ্যান্কস গিভিং এ লোগোই যেনো এ টার্কি।
দিনটি আমেরিকানরা পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া, গল্পগুজব, নানা আনন্দ-অনুষ্ঠানের মধ্য দিয়ে কাটিয়ে দেয়।
অনেকে আবার খাবার-দাবার ভলান্টিয়ারিং করে, কোনও কোনও
প্রতিষ্ঠান নিম্নবিত্তদের ফ্রি ডিনার করায়। তারা চায় কেউ যেন থ্যাঙ্কস গিভিং থেকে বঞ্চিত না হয়।
আমেরিকার সব প্রতিষ্ঠান, অফিস, স্কুল-কলেজ, হোটেল, রেস্টুরেন্টে টানা চার-পাঁচ দিনের ছুটি থাকে বলে অনেকেই দূরে কোথাও ঘুরতে চলে যায়। তবে যেখানেই যাক, টার্কি কিন্তু চাই।
খালি হাতে ধণ্যবাদ কিন্তু নয়!!! সা্থে থাকা চাই গিফট!! এদিন সব দোকান পাট বা বড় বড় শপগুলো বন্ধ থাকে।শুক্রবার রাতে খুলে দেয়া হয় দোকান পাট! সাথে থাকে আকর্ষনীয় বিশাল সেল! এটাকে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে সেল! মানুষ সারারাত লাইন ধরে ধারিয়ে স্বল্প মূল্যে কিনে নেয় তাদের পছন্দসই গিফট।
কৃতজ্ঞতা জানানোর এদিনটি বেশ উৎসবের সাথেই পালন করেন আমেরিকানরা
এছাড়াও কানাডায় অক্টোবরের দ্বিতীয় সোমবার, গ্রানাডায় ২৫ অক্টোবর, লাইবেরিয়ায় নভেম্বরের প্রথম বৃহস্পতিবার, নেদারল্যান্ডসে চতুর্থ বৃহস্পতিবার, নরফোকল্যান্ডে আমেরিকান থ্যাঙ্কস গিভিং ডে’র আগের দিন অথবা ৬ দিন পর এ দিবসটি পালিত হয়।
১৯৩৯ সালে প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট তখনকার অর্থনৈতিক মন্দা (গ্রেট ডিপরেশন) কাটিয়ে ওঠার লক্ষ্যে রিটেল সেল বাড়ানোর জন্য এ ছুটি এক সপ্তাহ এগিয়ে আনার ঘোষণা দেন। এরপর থেকে নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার ‘থ্যাঙ্কস গিভিং ডে’ পালিত হয়ে আসছে।
থ্যান্কস গিভিং ডে কে অন্যদিনে “টার্কি ডে” বলা যায়! কারণ থ্যান্কস গিভিং মানেই টার্কি।টার্কির সাজে সবদিক মুখরিত এ বিশাল বনমুরগীর সাজে সজ্জিত হয় পার্টিটেবিল ক্লথ,গ্লাস থেকে শুরু করে সব থ্যান্কস গিভিং এ লোগোই যেনো এ টার্কি।
দিনটি আমেরিকানরা পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া, গল্পগুজব, নানা আনন্দ-অনুষ্ঠানের মধ্য দিয়ে কাটিয়ে দেয়।
অনেকে আবার খাবার-দাবার ভলান্টিয়ারিং করে, কোনও কোনও
প্রতিষ্ঠান নিম্নবিত্তদের ফ্রি ডিনার করায়। তারা চায় কেউ যেন থ্যাঙ্কস গিভিং থেকে বঞ্চিত না হয়।
আমেরিকার সব প্রতিষ্ঠান, অফিস, স্কুল-কলেজ, হোটেল, রেস্টুরেন্টে টানা চার-পাঁচ দিনের ছুটি থাকে বলে অনেকেই দূরে কোথাও ঘুরতে চলে যায়। তবে যেখানেই যাক, টার্কি কিন্তু চাই।
খালি হাতে ধণ্যবাদ কিন্তু নয়!!! সা্থে থাকা চাই গিফট!! এদিন সব দোকান পাট বা বড় বড় শপগুলো বন্ধ থাকে।শুক্রবার রাতে খুলে দেয়া হয় দোকান পাট! সাথে থাকে আকর্ষনীয় বিশাল সেল! এটাকে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে সেল! মানুষ সারারাত লাইন ধরে ধারিয়ে স্বল্প মূল্যে কিনে নেয় তাদের পছন্দসই গিফট।
কৃতজ্ঞতা জানানোর এদিনটি বেশ উৎসবের সাথেই পালন করেন আমেরিকানরা
0 comments: