বৈদ্যুতিক শক গণিত শেখার দক্ষতা বাড়িয়ে দেয়

বৈদ্যুতিক শক গণিত শেখার দক্ষতা বাড়িয়ে দেয়। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, মস্তিষ্কের প্যারিয়েটাল লোব এলাকায় বিদ্যুতের শক বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে মস্তিষ্কের ক্ষমতা বাড়িয়ে দেয়।

গবেষকরা জানিয়েছেন, গণিত বা সংখ্যা নিয়ে যারা ঝামেলায় পড়েন সেসব
ডিসক্যালকুলিয়া সমস্যাপ্রবণ মানুষের জন্য এই গবেষণা কাজে লাগবে।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘কারেন্ট বায়োলজি’ সাময়িকীতে।

গবেষকরা জানিয়েছেন, প্রতি ৫ জন মানুষের মধ্যে ১ জনেরই গণিতে সমস্যা আছে। আর এই সমস্যা কেবল জটিল গণিতের বেলায়ই নয় বরং টাকার হিসেব নিকেষ বা সময় বলার মতো দৈনন্দিন কাজেও এই হিসেবের গরমিল হয়ে যায়। আর এজন্য দায়ী মস্তিষ্কের প্যারিয়েটাল লোব নামের নির্দিষ্ট অঞ্চলটিই। এই অঞ্চলটিতে বৈদ্যুতিক প্রবাহ কমে গেলেই এই সমস্যা দেখা দেয়।

গবেষকরা জানিয়েছেন, মস্তিষ্কে সামান্য বৈদ্যুতিক শক দিলেই এই সমস্যা সমাধান করা সম্ভব। তবে গবেষকরা অতিরিক্ত গাণিতিক দক্ষতা বাড়াতে বৈদ্যুতিক শক গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শই দিয়েছেন।


(বিঃদ্রঃ মনের ভুলেও কখনো বৈদ্যুতিক শক খাইতে যাইয়েন না। গবেষকরা যে বৈদ্যুতিক শকের কথা বলেছেন এটার ভোল্টেজ তাদের নিয়ন্ত্রণে। কিন্তু আমরা বাসায় যে বিদ্যুৎ ব্যবহার করি তা অতি উচ্চ ভোল্টেজের। এইটার শক খাওয়া  মানে ৯৯% সম্ভাবনা থাকে যে আপনি আজরাইলের চিঠি পাইছেন। সুতরাং বিদ্যুৎ থেকে ১০০ গজ দূরে থাকুন)

0 comments:

Blogger Gadgets