এখন হাতে আগুন ধরান কিন্তু পুরবে না, ব্যাথাও লাগবে না
ছোটবেলায় অনেক ফিল্মে দেখতাম জামায় আগুন জ্বলত, হাতে আগুন জ্বলত । তখন চিন্তা করতাম আগুনে কি তাদের হাত পুড়ে না । তারা কিভাবে একাজ করে ?
এ প্রশ্ন মনে হয় আপনাদেরও ছিল । আজ আপনাদের জন্য রয়েছে সেই ম্যাজিক যাতে করে আপনি ও দেখবেন আপনার হাতে আগুন জ্বলছে কিন্তু আপনার হাত পুড়ছে না বা কোন ক্ষতি হচ্ছেনা । তাহলে চলুন দেখি কি করতে
হবে -
হাতে আগুন জ্বলছে
কি কি লাগবে :
ইথাইল এলকোহল (ড্রাগ স্টারে কিনতে পাওয়া যাবে)।
মোমবাতি
লাইটার বা ম্যাচ
পানির বালতি
কন্টেইনার (মাঝারি সাইজের)
পানি
ধাতুর তৈরি টঞ্জ (চিমটার মত)
টাকার নোট
কাগজ
লবন
হ্যান্ড গ্লোভস
কি করতে হবে :
কাজের দুইটি অংশ আছে । প্রথম অংশটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অংশের কাজের উপর নির্ভর করবে আপনার সফলতা ।
প্রথম অংশ :
দ্রবণ প্রস্তুতি : প্রথমে একটি বালতিতে পানি ভর্তি করে রেখে দিন । তারপর আপনাকে ইথাইল এলকোহল ও পানি মিশিয়ে দ্রবণ তৈরি করতে হবে । এক্ষেত্রে দ্রবণ তৈরি করার সময় পানি ও ইথাইল এলকোহলের পরিমান সমান হতে হবে অর্থাৎ দ্রবণে ৫০% হবে এলকোহল এবং ৫০% হবে পানি । অনেক সময় ইথাইল এলকোহলের বোতলের মধ্যে ৭০% এলকোহল ও ৩০% পানি থাকে । এক্ষেত্রে দ্রবণ তৈরি করার সময় আপনি ৭ আউন্স বা মি.লি. এলকোহল নিয়ে একটি পাত্রে ঢালবেন এবং ৪ আউন্স বা মি.লি পানি নিয়ে ঐ পাত্রে ঢেলে মিশ্রিত করে দ্রবণ তৈরি করবেন। এত এলকোহল ও পানির পরিমান সমান হবে। এভাবে আপনি পানি ও ইথাইল এলকোহলের দ্রবণ প্রস্তুত করবেন । খেয়াল রাখতে হবে দ্রবণে অবশ্যই এলকোহল ও পানি সমান পরিমানে থাকবে । পরিশেষে দ্রবণের মধ্যে সামান্য পরিমাণ লবণ মিশ্রিত করে নিন ।
দ্রবণ পরীক্ষা : দ্রবণ প্রস্তুতি ঠিকমত হল কিনা তা পরীক্ষার করার জন্য একটি মোমবাতি জ্বালিয়ে নিন । তারপর ১/২/৫/১০/২০/৫০/১০০/৫০০/১০০০..... টাকার একটি নোট (অথবা কাগজ) টন্জ বা চিমটা দিয়ে ধরে দ্রবণের মধ্যে ভাল করে ভিজিয়ে নিন । তারপর নোটটি মোমবাতির শিখার উপর ধরে ঘুরিয়ে ঘুরিয়ে নোটের (কাগজের) চারপাশে আগুন ধরাই । যদি দেখা যায় যে নোটটি(কাগজটি) পুড়ে যাচ্ছে তাহলে দ্রবণ প্রস্তুতি ঠিক মত হয়নি। সাথে সাথে নোটটি(কাগজটি) বালতিতে রাখা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলুন এবং পুনরায় দ্রবণ প্রস্তুত করুন সঠিকভাবে । আর যদি টাকার নোটটি(কাগজটি) না পুড়েই আগুন জ্বলতে থাকে তবে দ্রবণ প্রস্তুতি ঠিক ভাবে হয়েছে ।
দ্বিতীয় অংশ :
এবার আপনি হাতে গ্লোভস পরে নিন এবং হাতকে ভাল করে প্রস্তুতকৃত দ্রবণের মধ্যে ডুবিয়ে ভাল করে ভিজিয়ে নিন । তারপর আপনার হাত মোমবাতির আগুনের শিখার মধ্যে ধরুন । দেখবেন হতে আগুন জ্বলতে থাকবে কিন্তু পুড়বেনা । যখন হাতে একটু গরম অনুভব করবেন তৎক্ষনাৎ বালতির মধ্যে রাখা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলুন ।
সতর্কতা : পরীক্ষা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে শরীরে কোথাও যেন দ্রবণ না পরে এবং কোথাও যেন আগুন না লাগে । ছোটরা অবশ্যই বড়দের সাহায্য নিয়ে করবে কখনও একা একা করা যাবেনা এবং আগুন নেভানোর জন্য ব্যবস্থা রাখতে হবে ।
কেন এমন হয় :
যে বস্তুটি দ্রবণের মধ্যে ডুবানো হয় তার পৃষ্ঠতলে এলকোহলের উচ্চ বাষ্প চাপের কারনে পানি বাষ্প জমা হয় এবং যখন এলকোহল জ্বলতে থাকে তখন খুব বেশী তাপ উৎপন্ন হয়না । ফলে পৃষ্ঠতলের পানি বাষ্প বাষ্পাকারে উড়ে যায়না । এই পানি এলকোহল ও বস্তুর মধ্যে বাধা বা অন্তরক হিসেবে জলতে থাকে । তাই এলকোহল পুড়তে থাকে কিন্তু হাতের কোন ক্ষতি হয়না । কিন্তু এলকোহল পোড়া শেষ হয়ে গেলে হাত পুড়তে পাড়ে তাই হাতে গরম লাগলে আগুন নিভিয়ে ফেলতে হবে । দ্রবণে লবন যোগ করা হয় কারণ এলকোহল হালকা নীল বর্ণের আগুন হিসেবে জ্বলে যা চোখে তেমন একটা ধরা পড়ে না । লবন যোগ করার ফলে আগুনের বর্ণ গাঢ হয় এবং লবণ, হাত ও এলকোহলকে পৃথক রাখতে সাহায্য করে ।
এ প্রশ্ন মনে হয় আপনাদেরও ছিল । আজ আপনাদের জন্য রয়েছে সেই ম্যাজিক যাতে করে আপনি ও দেখবেন আপনার হাতে আগুন জ্বলছে কিন্তু আপনার হাত পুড়ছে না বা কোন ক্ষতি হচ্ছেনা । তাহলে চলুন দেখি কি করতে
হবে -
হাতে আগুন জ্বলছে
কি কি লাগবে :
ইথাইল এলকোহল (ড্রাগ স্টারে কিনতে পাওয়া যাবে)।
মোমবাতি
লাইটার বা ম্যাচ
পানির বালতি
কন্টেইনার (মাঝারি সাইজের)
পানি
ধাতুর তৈরি টঞ্জ (চিমটার মত)
টাকার নোট
কাগজ
লবন
হ্যান্ড গ্লোভস
কি করতে হবে :
কাজের দুইটি অংশ আছে । প্রথম অংশটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অংশের কাজের উপর নির্ভর করবে আপনার সফলতা ।
প্রথম অংশ :
দ্রবণ প্রস্তুতি : প্রথমে একটি বালতিতে পানি ভর্তি করে রেখে দিন । তারপর আপনাকে ইথাইল এলকোহল ও পানি মিশিয়ে দ্রবণ তৈরি করতে হবে । এক্ষেত্রে দ্রবণ তৈরি করার সময় পানি ও ইথাইল এলকোহলের পরিমান সমান হতে হবে অর্থাৎ দ্রবণে ৫০% হবে এলকোহল এবং ৫০% হবে পানি । অনেক সময় ইথাইল এলকোহলের বোতলের মধ্যে ৭০% এলকোহল ও ৩০% পানি থাকে । এক্ষেত্রে দ্রবণ তৈরি করার সময় আপনি ৭ আউন্স বা মি.লি. এলকোহল নিয়ে একটি পাত্রে ঢালবেন এবং ৪ আউন্স বা মি.লি পানি নিয়ে ঐ পাত্রে ঢেলে মিশ্রিত করে দ্রবণ তৈরি করবেন। এত এলকোহল ও পানির পরিমান সমান হবে। এভাবে আপনি পানি ও ইথাইল এলকোহলের দ্রবণ প্রস্তুত করবেন । খেয়াল রাখতে হবে দ্রবণে অবশ্যই এলকোহল ও পানি সমান পরিমানে থাকবে । পরিশেষে দ্রবণের মধ্যে সামান্য পরিমাণ লবণ মিশ্রিত করে নিন ।
দ্রবণ পরীক্ষা : দ্রবণ প্রস্তুতি ঠিকমত হল কিনা তা পরীক্ষার করার জন্য একটি মোমবাতি জ্বালিয়ে নিন । তারপর ১/২/৫/১০/২০/৫০/১০০/৫০০/১০০০..... টাকার একটি নোট (অথবা কাগজ) টন্জ বা চিমটা দিয়ে ধরে দ্রবণের মধ্যে ভাল করে ভিজিয়ে নিন । তারপর নোটটি মোমবাতির শিখার উপর ধরে ঘুরিয়ে ঘুরিয়ে নোটের (কাগজের) চারপাশে আগুন ধরাই । যদি দেখা যায় যে নোটটি(কাগজটি) পুড়ে যাচ্ছে তাহলে দ্রবণ প্রস্তুতি ঠিক মত হয়নি। সাথে সাথে নোটটি(কাগজটি) বালতিতে রাখা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলুন এবং পুনরায় দ্রবণ প্রস্তুত করুন সঠিকভাবে । আর যদি টাকার নোটটি(কাগজটি) না পুড়েই আগুন জ্বলতে থাকে তবে দ্রবণ প্রস্তুতি ঠিক ভাবে হয়েছে ।
দ্বিতীয় অংশ :
এবার আপনি হাতে গ্লোভস পরে নিন এবং হাতকে ভাল করে প্রস্তুতকৃত দ্রবণের মধ্যে ডুবিয়ে ভাল করে ভিজিয়ে নিন । তারপর আপনার হাত মোমবাতির আগুনের শিখার মধ্যে ধরুন । দেখবেন হতে আগুন জ্বলতে থাকবে কিন্তু পুড়বেনা । যখন হাতে একটু গরম অনুভব করবেন তৎক্ষনাৎ বালতির মধ্যে রাখা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলুন ।
সতর্কতা : পরীক্ষা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে শরীরে কোথাও যেন দ্রবণ না পরে এবং কোথাও যেন আগুন না লাগে । ছোটরা অবশ্যই বড়দের সাহায্য নিয়ে করবে কখনও একা একা করা যাবেনা এবং আগুন নেভানোর জন্য ব্যবস্থা রাখতে হবে ।
কেন এমন হয় :
যে বস্তুটি দ্রবণের মধ্যে ডুবানো হয় তার পৃষ্ঠতলে এলকোহলের উচ্চ বাষ্প চাপের কারনে পানি বাষ্প জমা হয় এবং যখন এলকোহল জ্বলতে থাকে তখন খুব বেশী তাপ উৎপন্ন হয়না । ফলে পৃষ্ঠতলের পানি বাষ্প বাষ্পাকারে উড়ে যায়না । এই পানি এলকোহল ও বস্তুর মধ্যে বাধা বা অন্তরক হিসেবে জলতে থাকে । তাই এলকোহল পুড়তে থাকে কিন্তু হাতের কোন ক্ষতি হয়না । কিন্তু এলকোহল পোড়া শেষ হয়ে গেলে হাত পুড়তে পাড়ে তাই হাতে গরম লাগলে আগুন নিভিয়ে ফেলতে হবে । দ্রবণে লবন যোগ করা হয় কারণ এলকোহল হালকা নীল বর্ণের আগুন হিসেবে জ্বলে যা চোখে তেমন একটা ধরা পড়ে না । লবন যোগ করার ফলে আগুনের বর্ণ গাঢ হয় এবং লবণ, হাত ও এলকোহলকে পৃথক রাখতে সাহায্য করে ।
0 comments: