NOKIA S40 সিরিজের .nth থিম বানান মোবাইল দিয়ে


আজ আপনাদের একটা জটিল জিনিস দিব। আমার মত যারা NOKIA S40 সিরিজের মোবাইল ব্যবহার করেন তারা অনেক কিছুই পান না। থিম এর জন্য হাজার হাজার ওয়েবসাইট ঘুরতে হয়। তাই অন্তত এই কষ্ট টুকু মেটানোর জন্য একটা সফটওয়্যার দিচ্ছি। ভয় পাবেন না এটা কম্পিউটার এর জন্য নয়। মোবাইল এর জন্য। আপনি আপনার মোবাইল দিয়েই অফ লাইনে নোকিয়া
S40 সিরিজের (.nth) থিম তৈরি করে তা ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নাই। প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করুন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
১। সফটওয়্যার টি ওপেন করুন।
তারপর create ক্লিক করুন। কোন ফোল্ডার এ সেভ করবেন তা ঠিক করেদিন। অই ফোল্ডার এ গিয়া ok বাটনে ক্লিক করুন। এখন কি নাম এ থিম তা সেভ করবেন তার নাম
দিন। এখন নিচের স্কিন টা দেখতে পাবেন।
এখান থেকে Colour নির্বাচন করুন। তারপর Icon,Background,Tone ইত্যাদি দিয়ে Create বাটনে ক্লিক করুন। তারপর আবার Create বাটনে ক্লিক করে থিম তৈরি হলে exit করে বেড়িয়ে আসুন।তারপর থিমটি ব্যাবহার করুন। আমার তৈরি একটা থিম



   
এই পোস্ট টা প্রথম প্রকাশিত হয়েছিল এখানে
Facebook এ আমার সাথে জয়েন করতে এখানে ক্লিক করুন।


0 comments:

Blogger Gadgets