এবার কপি ও মুভ হবে মাত্র দুই ক্লিক এ! মাউসের রাইট ক্লিক বাটনে Copy To Folder ও Move To Folder লাগিয়ে নিন।

কপি আর মুভ করায় কাজ এখানের জিনিষ ওখানে ওখানের এই কাজ টি মনে হয় আমাকে বেশি বেশি করে করতে হয়। তাই আমি চিন্তা করলাম যে এই কপি পেস্ট জতি আর একটু সহজ করে করা যেত তাহলে দারুন ভাল হত। আমার মাথাই চিন্তা আসার সাথে সাথেই আমি রাইট ক্লিক বাটনে Copy To Folder ও Move To Folder সেটিং করে নিলাম।
তাই এখন কপি করার জন্য খুব কম সময় নস্ট হয়। মনে মনে ভাব ছিলাম যে এটা সুধু আমার সমস্যা নাও হতে পারে আরও কারোও হতে পারে তাই আমি আপনাদের সাথে সেয়ার করার জন্য এই পোস্ট টিকরলাম।
অনেক বলে ফেলেছি! এবার আসল কথাই আসিঃ

এবার মাউসের রাইট ক্লিক বাটনে যেভাবে কপি টু ফোল্ডার ও মুভ টু ফোল্ডার যেভাবে সেটিং করবেন! নোটপ্যাড (Notepad) ওপেন করে সেখানে নিচের লিখা টুকু কপি করে পেস্ট বা টাইপ করুন। এবং সেটি CopyAndMove.reg নাম দিয়ে সেভ করুন।

Windows Registry Editor Version 5.00

[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Copy To]
@="{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}"

[HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Move To]
@="{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}"

লিখাটি সেভ হয়ে গেলে এখুন সেই সেভ করা ফাইটির উপর ডবল ক্লিক করে ওপেন করুন এবং পরবর্তি ডাইলগ বক্স এই ইয়েস (Yes) নির্বাচন করুন। ব্যাস কাম শেষ। এখন যেকোন ফাইল বা ফোল্ডার এর উপর মাউসের রাইট ক্লিক করুন দেখুন মজা! যদি না হয় তাহলে পিসি রিস্টার্ট করুন। তারপরোও যদি না হয় তাহলে মনে করবেন যে আপনি উপরের লিখাটি ভালভাবে কপি বা টাইপ করতে পারন নি।



0 comments:

Blogger Gadgets