কিছু ভুল জিনিস শিখছি! আসেন শুধরাই..

কত কিছুই না ভুল জানি! ভুলে ভুলে ভইরা গেছে ভোলানাথের দেশ! ছোটকালে অনেক মারও খেয়েছি বজ্জাত শিক্ষকের কাছে। কিন্তু তখন আমার বরাবরই চার ধরনের লোকের দিকে আঙ্গুলের তুলতে মন চাইতো। ছোট বলে কথা পেটেই থাকতো মুখে আসতো না।

সেই চার ধরনের লোক গুলো হইলো:

এদেশের ডাক্তার,
এদেশের উকিল,
বিশ্বের হুজুরেরা
আর তাবৎ বিশ্বের পদার্থবিদেরা!

তবে সবাই না, দুএকজন অবশ্য ঠিক বলেন, তাদের দিকে আমার আঙ্গুল কখনোই উঠবে না!
এখন আসেন কিছু ভুল জানা জিনিস শুধরাই!

১ ) মহা বিশ্ব সৃস্টি হয়েছে কি ভাবে?
ভুল উত্তর: বিগ ব্যাং!
ঠিক উত্তর: বিগ বাউন্স!

২ ) আমরা কয় নম্বর মহাবিশ্বে আছি?
ভুল উত্তর: প্রথম, কারন আমরা আল্লাহর প্রথম আর পেয়ারা বান্দা!
ঠিক উত্তর: মনে হয় ২ বিলিয়ন তম মহাবিশ্বে আছি (ইনফিনিটি হইতে পারে!)

৩ ) বিগ ব্যাং এ ঘনত্ব কিরকম ছিলো?
ভুল উত্তর: অসীম!
ঠিক উত্তর: সসিম, তবে অসীমের ধারে কাছে নাই!

৪ ) আমাদের মহাবিশ্বের ভবিষ্যৎ কি?
ভুল উত্তর: কিয়ামত সে কিয়ামত তক মানে বিগ ক্রান্ঞ্চ!
ঠিক উত্তর: বাড়তেই থাকুম, আমাগো সাব এ্যাটোমিক লেভেলে যেই গ্রাভিটেশনাল ফোর্স আছে তা দিয়া পেয়ারের কিয়ামত দুনিয়ার হইলেই মহাবিশ্বের হইবার আপাতত কুনো সন্ভাবনা নাই! নিশ্চিন্তে থাকেন সবাই আপাতত!

৫) বিগ ব্যাং এর পর যদি সময়ের যাত্রা শুরু হয় তাহলে বিগ ব্যাং এর আগে কি ছিলো?
ভুল উত্তর: বিগ ব্যাং কে দেখানো হয়েছে সকল সাবএ্যাটোমিক লেভেলের কণার সৃস্টির প্রাথমিক কার্যক্রম। সে হিসেবে যেহেতু সবকিছুর শুরু এখানে থেকেই তাই তার আগে সময়ের সৃস্ট নিয়ে কোনো ব্যাখ্যা নেই!
ঠিক উত্তর: সময় ছিলো আছে থাকবে! এইটারে দাবানোর ক্ষমতা কারো নাই! সময় সর্বত্র বিরাজমান।

আপানারা আমন্ত্রিত!

এই সবই উত্তর দেওন সম্ভব হইছে কোয়ান্টাম গ্রাভিটেশনাল থিওরী অনুযায়ী! তবে একটা সত্যি কথা বলি, এইখানে যেগুলান ঠিক উত্তর দেওন আছে সেগুলানের দায় দায়িত্ব আমার না!
সবাই ভাল থাকবেন।টিউন ভাল লাগলে কমেন্ট করবেন।



0 comments:

Blogger Gadgets