বাংলাদেশের বর্তমান অবস্থা
বাংলাদেশের বর্তমান অবস্থা দেইখা একটা Adult Jokes মনে পইরা গেল। Jokes টা শুইনা Negetive mind এ নিয়েন না।
“মামা নতুন বিয়ে করেছে। ভাগ্নে মামার বাসায়ই থাকে। তো বাসর-রাতের পরদিন ভাগ্নে মামাকে বলছেঃ-
মামাঃ তুই সরাসরি না দেখলে বুঝবি না। রাত এ জানালা খুলে রাখবনি, তুই দেখিস। মনে রাখিস, আমি হল সরকার, তোর মামী দেশ আর তুই জনগন।
পরদিনঃ-
মামাঃ তো ভাগ্নে কি দেখলা।
ভাগ্নেঃ দেখলাম- সরকার দেশের পাছা মাইরা খায় আর জনগন চাইয়া চাইয়া দ্যাখে।’’
আমার মনে হয় কথাটা বাংলাদেশের জন্য ১০০% সত্য। কারন সরকার এত যে দুর্নীতি দুর্নীতি কইয়া লাফাইতাছে, ওরাই তো বড় দুর্নীতিবাজ। কারন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী ওরা কয় টাকা বেতন পায়। বড় জোর ৬০-৭০ হাজার টাকা। ওদের পোশাক-আশাক, খাওয়া দাওয়া, বিদ্যুৎ বিল এগুলার জন্যই তো মাসে ২-৩ লাখ টাকা লাগে। অন্য খরচ বাদ ই দিলাম। আবার ৫ বছর পর দেখা যায় বিদেশী ব্যাংকে তাদের কোটি কোটি ডলার। তারা এত টাকা পায় কই।ওগো বাপের কি টাকার খনি আছে। জীবনে কোন দিন গ্রামে গিয়া দেখছে মানুষের জীবন কত কষ্টের। অথচ গদির ওপর বইসা বড় বড় বুলি আওড়ায়। দেশ নাকি উন্নতির জোয়ারে ভাইসা যাচ্ছে। হ্যাঁ ভাইসা যাচ্ছে ঠিকি তবে উন্নতির জোয়ারে না চোখের পানির জোয়ারে। একজন কৃষক যখন হাজার হাজার টাকা খরচ কইরা, রোদে পুইরা, সুখ বিসর্জন দিয়া ফসল ফলাইয়া বিক্রি করতে নিয়া গিয়া দেখে ফসলের দাম নাই, জা আছে তাতে বিক্রি করলে আসল টাকাই উঠবে না, তখন সে বোঝে যে দেশ কোন জোয়ারে ভাইসা যাচ্ছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, এম্পি এদের যদি একদিন মাঠে কাজ করানো যেতো তাইলে তারা বুঝত কত ধানে কত চাল। আর একটা জিনিস, এম্পি, উপজেলা চেয়ারম্যান এদের প্রায় দেড় কোটি টাকা দামের গাড়ি দিছে। এরা কোন জমিদারের পোলা, যে এদের এত টাকা দামের গাড়ি দিতে হবে তাও আবার বিদেশ থাইকা আইনা। যে দেশের মানুষ খাবার পায় না, থাকার জায়গা পায় না সে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, এম্পি, উপজেলা চেয়ারম্যান এদের আবার গাড়ি। ওদের তো আসলে টেম্পুতে কইরা ঘোড়া উচিত। আর এম্পি, উপজেলা চেয়ারম্যান এদের ঘোড়া উচিত সাইকেল নিয়া।
আজ এ পর্যন্তই। যদি কারো মনে আঘাত লাগে তবে ক্ষমা করবেন। কাউকে আঘাত দেয়ার জন্য আমি কথাগুলো বলি নাই। আসলে আমার মন যা বলে আমি মখে তাই বলি, কোন ছলনার আশ্রয় নেই না। এটা যদি ভুল হয় তবে আমি দুঃখিত।
0 comments: